দেখা হবে
তোফায়েল আহমেদ টুটুল


মনে রেখো পৃথিবীতে আমাদের প্রেম ভালবসা,
চোখ জুড়ে মধুর স্বপন বুক ভরা রবে শুধু আশা।
অনন্ত সাধনায় শয়নে স্বপনে এ জীবনে চেয়েছি,
তোমার প্রেমের সুখের পরশ পেয়ে ধন্য হয়েছি।


রেখে গেলে হতাশার আশায় অনন্ত অপেক্ষায়,
চাতকের জল পিপাসা এক বিন্দু বৃষ্টির ফোটায়।
তিলক চন্দণ ললাট চুমি জীবন করেছ মরুভূমি,
বিনা দোষে ভুলে বুঝে অচেনা আজ তুমি আমি।


সুখে দুঃখে পাশাপাশি জীবন মরণ গেঁথে দুজন,
অন্তরে ডুবে আছি জগত ভুলে প্রেমের আলিঙ্গন।
নেশার ঘোরে প্রহর কাটে দিবস রজনী ভাবনায়,
মিথ্যে অভিযোগে দুটি বুকে জলন্ত চিতা সাজায়।


অনুশোচনার অনলে পুড়ে খুঁজতে হবে হৃদয় নীড়ে,
বিশ্বাসের শক্ত ডুরে বাঁধবে সেদিন ঠিক শক্ত করে।
অনুরাগে অভিমানী ভুল বুঝে কত দূরে সরে যাবে,
প্রেমের পথে তোমার সাথে জানি ফের দেখা হবে।