দানব
তোফায়েল আহমেদ টুটুল


চাই পাই নাই মানুষের নিত্য হাহাকার
     লোভ লালসার নেই অন্ত,
যতই পাইবে ততই চাইবে এই জগতে
      বাসনার আকাঙ্খা অফুড়ন্ত।


পিপাসায় পান করে গঙ্গা যমুনার জল
       তৃষ্ণা নিবারণ হয়না কভু,
উদরে ভরিল ফল মূল বৃক্ষ শাঁখে যত
       মাঠের ফসল আহারে তবু।


রাক্ষুস পুরীর বিলাসী ক্ষুধার্ত মহাদানব
        রক্তপিপাসু তৃষ্ণার্তের জ্বালা,
ভোজঙ্গীনির আস্ফালনের থাঁবা গর্জণের
        হিংস্র জানোয়ারের চেলা।


মানুষের তরে অবশিষ্ট আর নেই যে কিছু
          দানবের উদর টইটুম্বর,
বঞ্চিত সকলে নিদ্রাহীন রজণীতে অনাহারে
           দিবসে খোঁজে বাঁচার শহর।


আর কত খাদ্য দ্রব্যের গন্ধ নাসিকায় শুকে
        চিবুক বেয়ে লালা ঝরবে
কত সিন্ধু জল এনে দিলে বল সন্তুষ্ট চিত্তে
         ক্ষুধা তৃষ্ণার জ্বালা মিটবে।


আজব পৃথিবীতে বাস করে অদ্ভুত মানব
            সভ্যতার অসভ্য প্রাণী,
হিংস্রো জানোয়ারের ন্যায় চাহিদা নিবারণ
           দানব মানুষের কাহিনী।