ধর্মের বিশ্বাস
তোফায়েল আহমেদ টুটুল


বদনে যার দৃষ্টি দিলে মনে জাগে বিষম আনন্দ,
বক্ষে জড়িয়ে আলিঙ্গণে ভাব তারে স্বয়ং গোবিন্দ।
মন্ডপে দেবীর আসনে অধিষ্ঠিত মাটির গড়া মূর্তি,
পূজার আরাধনায় বসে সনাতনের কোন কীর্তি?


মাটির মাঝে সেজদা করে হাত তোলে আসমানে,
পরম করুণাময় আল্লাহকে বৃথা খুঁজে মুসলমানে।
অন্তরে যে জন বিরাজমান সদা নিত্যসঙ্গী পরম,
আকার নিরাকার অস্থিত্ব দর্শণে হবে সে জন উত্তম।


সত্য ন্যায়ের প্রদীপে অন্তরের আঁধার বিলীন করে,
মিথ্যা প্রবঞ্চনার ধোকায় ধর্মের বিশ্বাস অকাতরে।
জন্মিলে পিতার ঔরশে পরিচয় কি সঠিক মিলে,
হিন্দু মুসলিম জাত বিচারে কে আছে কোন ভুলে?


অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতণ্য জ্ঞানের আশে,
দিব্য জ্ঞানের দৃষ্টি খোলে সৃষ্টি পৌছে স্রষ্টার পাশে।
ভাবের ধ্যানে সঙ্গোপনে নিরলে করবে আলাপন,
খোলে দেখ তোর হৃদয় কপাট বন্ধ করে দু'নয়ন।


ধর্মের বিশ্বাস স্রষ্টার তরে সৃষ্টির আনুগত্য স্বীকার,
আল্লাহ ঈশ্বর ভগবান কোন নামে কাকে ডাকার?
মানুষের নিকট এই জগতে বিধানে তাঁর ভিন্ন পরিচয়,
স্রষ্টার প্রেম সকল সৃষ্টিতে জাগ্রত জ্ঞানে বোধের উদয়।