ধর্মের মর্ম
তোফায়েল আহমেদ টুটুল


পাঁচ ওয়াক্ত নামাজ আর তিরিশ দিন রোজা,
মুমিন মুসলমান জগতে আল্লাহকে খোঁজা।
হজ্জ করতে মক্কা মদীনায় যাকাত প্রদানে,
ইসলামের পরিচয়ে মানুষ দাবী রাখে ঈমানে।
ফরজ ওয়াজিব সুন্নত নফলের নিত্য আমল,
মুয়াজ্জিনের আযান মসজিদে জামাতের দল।


ভোলানাথ মহেশ্বর সর্বদা স্বরণ শ্রীমধুসুদন,
ভগবান শ্রী কৃষ্ণ গোপাল নারায়ণ নিরাঞ্জন।
হরি নাম করে সম্বল কেঁদে ফেলে আঁখিজল,
শিবের চরণে ভক্তি ব্রহ্মা বিষ্ণু গণেশ সকল।
জয় মা কালী নিতে পদ ধূলি মন্দিরে পুজা,
লক্ষী স্বরসতী দূর্গা দেবীর কৃপা রাস্তা সোজা।


ঈশ্বরের আরাধনায় খৃষ্টানের সকল প্রার্থণা,
যীশু খৃষ্টের জন্মোৎসব বড়দিনের উপাসনা।
বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ জগতে মহা সাধক,
সাধন ভজনে আবার সকলেই তার উপাসক।
সৃষ্টি কি আর ভিন্ন জনের একজন পরমেশ্বর,
পরকালে স্রষ্টার নিকট দিতে হবে এর উত্তর।


হিন্দুরা সব মসজিদ ভাঙ্গবে এই কি মূলমন্ত্র?
মুসলমানের কি মন্দির ভাঙ্গা ইসলামের তন্ত্র?
খৃষ্টান যত গীর্জা নিয়ে করবে শুধু মারামারি?
বৌদ্ধদের মঠ প্রতিষ্ঠা চলছে কত বাড়াবাড়ি?
ধর্ম নিয়ে কাড়াকাড়ি দেখি যখন হই অবাক,
ধর্মের মর্ম বুঝিনা কেবল পিটাই ধর্মের ঢাক।