দিবানিশি
তোফায়েল আহমেদ টুটুল


তুমি আমার মধুর স্বপ্ন
ঘুম ভাঙ্গিলে মুচকি হাসি,
সকাল বেলা সোনালী রোদ
ঘাসে শিশির মুক্তা রাশি।


ব্যস্ত দুপুর কাজের মাঝে
ভাবনার তরঙ্গে ভাসি,
আবেগের অনুভূতির পরশ
বৈকালী কল্পণা ভালবাসি।


গৌধূলীর বিষণ্ন ক্লান্ত দেহে
প্রশান্তির সুখের দোলা,
সন্ধ্যাক্ষণে আঁধারে দীপশিখা
পুজণীয় তুলশী তলা।


সোনার রুপার কাঠির স্পর্শ
রাত্রিকালে নিদ্রা চোখে,
নিশি রজণীর জাগ্রত পাখি
গল্পে মাতানো স্বর্গ সুখে।


ছায়াসঙ্গী আমার সারাবেলা
দিবানিশি অষ্ট প্রহর,
প্রেমের ধ্যানে হৃদ কাননে
প্রস্ফোটিত ফুল সুন্দর।


বিশুদ্ধ পবনে সৌরভের সুগন্ধ
নিঃশ্বাস টানিতে আকুল,
তোমার মাঝেই আমার অস্থিত্ব
বাঁচা মরা জীবনের মূল।।