দিঘীর জলে পদ্মকোমল
তোফায়েল আহমেদ টুটুল


মম চিত্তে শুনিয়া সুর হেরিলাম প্রভাত ক্ষণে,
দিবা নিশি ডাকিতেছে মধুর সুরে গানে গানে।
ফুটাইতে প্রেমের ফুল হৃদয়ের নন্দন কাননে,
সাধন ভজনে বুঝিয়া লইতে জীবনের মানে।


শূণ্য ছিল নিথর দিঘীর শীতল কালো জল,
কে তুমি প্রস্ফোটিত হলে সেথা পদ্মকোমল?
আমার বুকে আবির মেখে রঙিন হল সকল,
পদ্ম ও পানি রুপে একাকার বহে অবিরল।


ক্ষুদ্র শিশির কণা দিলে ভালবাসার উপহার,
বিন্দু দানে সিন্ধুর বুকে চাও বাঁচার অধিকার।
মহান হৃদয়ে সদা অপরিসীম করুণার ভান্ডার
প্রতিদানের আশা পবিত্র প্রণয়ে তুচ্ছ ব্যাপার।


গৌধূলী লগ্নে সত্য শপথ নিশিথ আঁধার ক্ষণে
কুয়াশার পরশে পদ্মকোমল বিভোর স্বপনে।
ভুলিল দিঘীর কথা আনন্দ চিত্তের বিনোদনে,
সকালে রৌদ্দুরে ঝরিল শিশির বুকের গহণে।


তবুও উচ্চ শিরে বেঈমান পদ্ম ডাকে দিঘীরে
আমিও তোমায় দিয়াছি শিশির গর্ব অহঙ্কারে
কষ্টেও দিঘী সুধায় ওরে আর্শিবাদ যাই করে
ভুল ভ্রান্তি অপরাধ ক্ষমি বেঁচে থাক অন্তরে।