(আসছে হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। তাদের অন্তর আত্মায় বিশ্বাসের সর্বোচ্চ সুমহান স্থান জুড়ে দূর্গা দেবী। মায়ের নিকট যত যাঞ্চনা তা নিয়েই মুলত এই কবতা।)


দূর্গতি নাশিণী
তোফায়েল আহমেদ টুটুল


সনাতন সম্প্রদায়ে সর্বশ্রেষ্ট উৎসব দূর্গাপূজা,
আরাধনা পূজা অর্চণায় জগতে মুক্তি খুঁজা।
মা দেবী মহামায়া মাতৃরুপের স্নেহের আদর,
অসুর নিধনে ধরিত্রীতে বিছায় শান্তির চাদর।


জগৎ জননী মা দূর্গা দেবী মহাশক্তি রুপিণী,
শক্তি ভক্তি শান্তির মুক্তি জরাজীর্ণতা নাশিণী।
সকল প্রকার অনাচার নির্মূলে আবির্ভূত হন,
আনন্দময়ী মাতা ধরণীর বুকে করে পদার্পণ।


ভক্তের দূর্গতি বিনাশে জীবন সাজাতে সুন্দর,
দশভুজা অধিষ্ঠাত্রী দেবী আসেন প্রতি বছর।
অধম সন্তানেরা রয়েছি দাড়িয়ে অঞ্জলী হাতে,
বরণ করিতে উৎসব আয়োজন শরৎ প্রভাতে।


কৃপা কর মোদের ঠাই দাওগো হে মা চরণে,
বিশ্ব শান্তি চাই  অসুরের অশুভ শক্তি হরণে।
যুগ যুগ ধরে জন্ম জন্মান্তরে মিলেছি সবে,
স্নিগ্ধ সুন্দর অপরুপ বাংলায় মাতি কলরবে।