দুই প্রান্তে
তোফায়েল আহমেদ টুটুল


অভিযাত্রায় পথিক দুজন হাটছি পাশাপাশি,
অগ্রসরে সম্মুখপানে গিয়ে ক্লান্ত হয়ে বসি।
অপেক্ষার প্রয়োজন নেই আছে কেবল তাড়া,
পিছনে পড়িয়া এখন আমি হলেম পথ হারা।


শুরু করা গল্প তোমার হয়নি যে বলা শেষ,
শুনার জন্য ব্যকুলতা প্রাণে ছড়ায় আবেশ।
আমারও কিছু বলার ছিল কবিতা আর গান,
হারিয়ে গেল সুযোগটুকু সম্পর্কের অবসান।


অজানা গন্তব্যে এখন হতাশায় বুকে কাঁপন,
তোমাকে অনুসরণে করেছি কোন পথে গমন?
জীবনের প্রদীপ নিভে চারিদিক আঁধারে ঢাকা,
নিরাশার বালুচরে খেলাঘর আমি নিঃসঙ্গ একা।


দুজনার দুই পথ দুইদিকে বেঁকে গেছে অস্তাচলে,
দুঃখ কষ্টের পরম দোসর পৃথিবীও আমায় ভুলে।
ঘুর্ণিপাকের বলয় অতিক্রমে তুমি আমি দুই প্রান্তে,
উদয়ের আশার রবি হৃদ আকাশে কোন সীমান্তে?