দূরের পথের সারথী
তোফায়েল আহমেদ টুটুল


অলিক সুখে বুকের নীড়ে আশ্রয় দিলাম
              দূরের পথের সারথী,
হৃদয়ের প্রেমাস্পদ শ্রদ্ধা ভক্তির সিংহাসনে
              বিশ্বাসে সাজে আরতি।।


অদৃশ্য সেতু বন্ধনে অজানা গন্তব্যের পাড়ি
             অন্তর নীল দরিয়ার উপর,
আশা ভরসা ভালবাসার মাস্তুলে পাল ছাড়ি
             শেষ ঠিকানা পৌছাতে দৌড়।।


আঁধারের মাঝে আলোর মশাল দেখিয়াছি
               প্রজ্জোলি সে প্রদীপ শিখা,
নিজেকে পুড়িয়ে নিঃশেষে করিয়াছে দান
               দেখাতে সঠিক প্রান্ত রেখা।।


মম চিত্ত পথভ্রষ্ট যবে নিভু নিভু সত্যের রবি
                অস্তমিত মিথ্যা বেলাশেষে,
দূরের পথের সারথী আসিয়াছে স্বর্গের দূত
                ঊষালগ্নে জীবন আকাশে।।


অধিকার ছাড়িয়া পাইনি কর্তব্যের অধিকার
         মহান সে আত্মঅভিমানী,
স্বার্থ ত্যাগিল ভোগের নেশায় আমাকে কভু
          বুকে নেয়নি দুহাতে টানি।।


সততা আদর্শ নিষ্ঠা খুঁজিয়াছি তাহার মাঝে
           ছলনায় সে করেছে আড়াল,
ভালবেসে শিখাল বিশ্বাসে বেঁধে প্রেমের ডুরে
           করিল মোরে কোন কাঙ্গাল।।


পাইনি দর্শণ করিব আলিঙ্গণ তৃষ্ণার্ত বুকে
                 মিটাতে অনন্ত পিপাসা,
অমৃত্যের সুধা পানে অতৃপ্ত সুখ আস্বাধন
                 অনন্তকালের প্রত্যাশা।।


নয়ন দৃষ্টি রুপের পানে মনটা বেঁধেছি প্রাণে
                কাতরে বিণীত মিনতি,
একাগ্র ভাবে ডাকি সদা অন্তরের ধ্যানে বসে
                এসো দূরের পথের সারথী।।।