এসো হে ভাই মুমিন শুন মুসলমান,
সিয়াম সাধনার মাস শেষ রমজান।
শাওয়ালের চাঁদ দেখি আকাশ কোণে,
দুই রাকাত ওয়াজিব সালাত পালনে।


আছে আরো ওয়াজিব ইদুল ফিতরে,
পালন করতে হবে ফিতরা দান করে।
নাবালক সাবালক শিশু বৃদ্ধের জীবন,
পরিবারের অভিভাবক সম্পদ বিতরণ।


পিতা মাতা সন্তানের মঙ্গল কল্যাণে,
নামাজ আদায়ের পূর্বে গরীব স্বরণে।
সুখ শান্তির অভাব মুছন খুশির ঈদে,
ক্ষুধা নিবারণে হাসি মিলিত কাঁধে।


আরো আছে ফজিলত পূণ্যের মাঝে,
ধনী গরীব প্রভেদ ভুলে রঙিন সাজে।
ফিতরার ক্ষুদ্র দানে কত মানুষের প্রাণ,
একটি দিনের জন্য হলেও সুখের সন্ধান।