গাহি গুনগান
তোফায়েল আহমেদ টুটুল


আমি পাপী গুনাহগার সমস্ত প্রশংসা প্রভু তোমার,
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন মাওলা হে পাক পরোয়ার দিগার,
সাজালে বিশ্বব্রহ্মান্ড সুন্দর সৃজনে মহিমা তোমার।


নিরাকার মহাপরিচালক সর্বত্র বিরাজিত ব্রহ্মচারী,
অখন্ডের অস্থিত্ববিহীন আল্লাহ ঈশ্বর ভগবান হরি।
হে মহীয়ান প্রেমময় ক্ষমাশীল স্রষ্টা সৃষ্টির পুজারী,
মসজিদ মন্দির গীর্জায় প্রভু তোমার উপাসনা করি।


নভোমন্ডল ভূ-মন্ডলের ক্ষমতার একমাত্র অধিপতি,
মহাকাশে চন্দ্র সূর্যের উদয় অস্তে ঘটাও দিবস রাতি।
জীবন মরণ সমান্তরাল আসয়া যাওয়ার রীতি নীতি,
শক্তিতে আটকাবে কে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ গতি।


পাহাড় পর্বত বৃক্ষরাজী পরিপূর্ণ প্রাকৃতিক সমারোহে,
অনুগ্রহের দান ফলমূল শস্যকণা জিবীকা নির্বাহে।
সুমিষ্ট জলের নহর তৃষ্ণার্তের উষ্ণ পিপাসা মিটাতে,
পবিত্র সত্তার অধিকারী সৃষ্টির মঙ্গল কল্যাণ জগতে।


অনন্ত অসীম পরম করুণাময় তুমি রহিম রহমান,
সকল সৃষ্টির শ্রেষ্ট ঘোষণায় আশরাফুল ইনসান।
পরম ইষ্টি তুমি নামটি মিষ্টি সুধা ভেবে করি পান।
অধম অজ্ঞানী আমি দিবস রজণী গাহি গুনগান।