জ্ঞানের সাধন
তোফায়েল আহমেদ টুটুল


ধনীর ঘরে মুক্তা মানিক থাকে কেবল অকাতর,
নয়ন দৃষ্টি নয় অন্তর দৃষ্টি রাখে দুনিয়ার খবর।
চোখে দেখে টিভির পর্দায় অনাগত সব ভবিষত,
ঈমান আমল গুনে প্রভুর কৃপা জ্ঞানের ফযিলত।
জ্ঞানী গুণী মুনিষীদের কলেজ ভার্সিটিতে বিচরণ,
আধুনিক বিজ্ঞান জ্ঞান সাধনায় জীবনী অন্বেষণ।


মহামানব হযরত মুহাম্মদ বিশ্ব জুড়ে জ্ঞানের শহর,
জ্ঞানের খনি রবিন্দ্র নাথ ঈম্বর চন্দ্র বিদ্যা সাগর।
নজরুল লালন ফকির জ্ঞানের সাধক প্রতিষ্ঠান,
ডিগ্রীধারী পি এইচ ডি অর্জনে করছে অনুসন্ধান।
পিথা গোরাস ইবনে সসীনা এরিস্টটল নিউটন,
প্রজন্মের পর প্রজন্ম জীবিত যদিও হয়েছে মরণ।


জ্ঞানের লড়াই আপন ধ্যানে গবেষনায় বিজ্ঞান,
বিশ্ব এবার হাতের মুঠোয় সবই জ্ঞানের অবদান।
ভূমির নীচে গুপ্ত ধনে চলছে উড়ে আকাশ পানে,
যুগে যুগে মানব কল্যান সম্বভ হল জ্ঞান বিজ্ঞানে।
বোকার জন্য তর্কের বিষয় জ্ঞানীর জন্য আছে শিক্ষা,
আলোচনা সমালোচনায় জ্ঞান সাধন ভজনের দীক্ষা।