গোলক ধাঁ ধাঁ
তোফায়েল আহমেদ টুটুল


গোলক ধাঁ ধাঁয় দিলাম বেঁধে,
মানব জীবন স্রষ্টার আর্শিবাদে।
কি যে অভিপ্রায় বুঝা বড় দায়,
কোন ঋণের বোঝা দিল আমায়।


কেউ পায়নি সঠিক উত্তর কোন মতে?
সৃষ্টি করে পাঠাল ভবে আপন ইচ্ছাতে।
আমাতে লুকিয়ে নিলে তোমার মত,
পাপ পূণ্য হিসাব কর আমারি যত।


তুমি আমি দুইয়ের মাঝে ভিন্ন কি কেহ?
কে স্বাধীন কে পরাধীন কেবল সন্দেহ।
ডাকলে তোমায় যাও চলে চণ্ডালের বাড়ী,  
আমারে কর অধীন কেন যে দাও আড়ি?


কার ইচ্ছাতে পেলাম সুন্দর মানব জীবন,
আমি যে খেলার পুতুল তোমারি সৃজন।
যেমনি নাচাও তেমনি নাচি মিছে কেন তুমি?
ফাঁদ পেতেছো আমায় নিয়ে ভাবছ আসামী।


একা একা ছেড়ে দিয়ে করালে ভ্রমণ,
সাজানো সুন্দর পৃথিবীতে আয়োজন।
দর্শণে উপভোগ অপরাধের আসামী,
কে তুমি আমাতে হৃদয়ে খুঁজি আমি।।