গ্রহের বাসিন্দারা
তোফায়েল আহমেদ টুটুল


সৌরজগতে কেন্দ্র বিন্দু সূর্যের মাঝে তুমি,
বৃত্তাকারে আবর্তনে তোমাকে ঘিরে আমি।
গতিপথে চক্রাকারে গ্রহ উপগ্রহ অতিক্রমে,
ধ্যানে জ্ঞানে সাধনাতে মজে আছি প্রেমে।
অনাদীর আদি হতে লক্ষ্য মাত্রা ঠিক করে,
অনন্তকাল ব্যাপী মহাশূণ্যে গবেষণায় পড়ে।


বুধে এসে পৌছি যখন নির্ণয় করি দুরত্ব বেশি,
আশার আলো সঞ্চার শুক্রের কাছে আসি।
সুন্দর পৃথিবী ঘুরে খুঁজি তোমায় দিন রজণী,
কত মানুষ রোজ দেখি পাইনা সে বদনখানি।
ইচ্ছা হয়না ছেড়ে যেতে পৃথিবীটা ত্যাগ করে,
জন্ম যদি হয় তোমার লক্ষ কোটি বছর পরে।


মঙ্গলের নাম শুনে ভাবছি সেথা ভরা কল্যাণে,
পৌছে দেখি কেউ নেই পশু পাখি জীব সেখানে।
বৃহস্পতি তুঙ্গে দেখে চলে এলাম সুখের খোঁজে,
সফলতার বিজয়ী কে পরাজয়ে দু'চোখ বোজে।
বিধির লিখন ভাগ্যলিপি খন্ডিবে কি শনির দশা,
বাঁচা মরা টানাটানি পূর্ণ হবে কি জীবনের আশা।


ইউরেনাসের পথ ধরেছি শান্তির আশায় মনে,
ক্লান্ত দেহে মুমূর্ষ হয়ে অবশেষে আসি নেপচুনে।
সন্নিকটে দেখা যায় প্লেটু সয়না দেরি আর তখন,
চলে এলাম কাছাকাছি পাইতে তোমার দর্শন।
জীবন ব্যয়ে বিশ্বলয়ে পাইতে তোমায় আপন করে,
বৃথা সকল সাধন ভজন তোমার স্থান শূণ্যের পরে।