হাসি
তোফায়েল আহদেম টুটুল


হাসতে নাকি জানে না কেহ
দেখো কেমন হাসছে সবাই,
এই শুন না কত মধুর হাসির
আমিও কিছু মজার গল্প শুনাই।


আসিফার মত নিষ্পাপ শিশু
হচ্ছে দেখে যৌনতার শিকার,
আনন্দের বাদ্য বাজিয়ে লোকে
হাসছে দেখো কি চমৎকার!


পিতার কাঁধেই সন্তানের লাশ
কবরে নামাতে বুক ভেঙ্গে যায়,
খুন হল কিভাবে প্রশ্ন বিদ্ধ বাবা
তামাশার পোস্টমর্টেমে হাসায়।


সতীত্ব হারিয়ে মেয়েটা অন্তসত্বা
নিন্দা ঘৃণার সমালোচনায় হাসি,
বিচারের প্রহসনে বেঁচে ছিল কদিন
অবশেষে দিল গলাতে ফাঁসি।


মায়ের বুকে চিতার অনল দেখে
হাসছে দেশের সর্বস্তরের জনগণ,
এবার তোমার হাসি পেল কি
কারো চোখে আসেনি ক্রন্দণ।


হাসবে কি না তুমি গল্প শুনে
এসিডদগ্ধ ঐ মেয়ের পরণতি,
মুক্তিপনের দাবী সন্ত্রাসীদের
পরিবারে নামে করুণ দুর্গতি।


যৌতুক প্রথা বড় লজ্জার কথা
দায়গ্রস্ত পিতার কন্যা সম্পাদান,
হাসছে বরের মা বাবা উপহাসে
দায়মুক্ত রমণীর জীবন বলিদান।


সমাজ হাসলে রাষ্ট্র হাসে সাথে
জনতার যোগদান হাসির দলে,
আরো কত হাসির কারণ শুনে
চমকাবে কি কভু কারো পিলে?