হে প্রভু,  
জানি তুমি আসমানের মালিক
জমিনের মালিক
সৃষ্টি জগতের মহান স্রষ্টা
বিশ্ব বহ্মান্ডের মহাপরিচালক
এক অদ্বিতীয় পবিত্র সত্তা
আমার প্রতিপালক
একমাত্র তোমার আনুগত্য প্রকাশ করি


হে প্রভু,
জানি আমি তোমার ইচ্ছাতেই
পৃথিবীর বুকে জন্ম নিয়েছি
তোমার ইচ্ছাতেই বেঁচে আছি
তোমার ইচ্ছাতেই আমার মৃত্যু হবে
তবুও আমার ইচ্ছাতেই তোমাকে ডাকি
স্বরন করি, সাহায্য প্রার্থণা করি,
তোমার নিকটে আশ্রয় চাই।


হে প্রভু,
আমি অসহায় তুমি সহায়তা দান কর
আমি অভাবী অভাব মুছে দাও
আমি ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করে দাও
আমি অসুস্থ সুস্থতা দান কর
আমি বিপদগ্রস্ত বিপদমুক্ত করে দাও
তোমার আদেশ নিষেধ অমান্য করে
আপন ইচ্ছাতেই ভুল ভ্রান্তিতে ডুবে আছি
আমি পাপী আমায় ক্ষমা কর।


হে প্রভু,
আমি সীমা লঙ্গনকারী নিকৃষ্ট অধম
তবুও তোমার বান্দা
আমলনামায় লিপিবদ্ধ সবকিছু তুমি অবগত
ক্ষুধা তৃষ্ণা নিবারনে ধন সম্পদের লোভ
আপন প্রিয়জনের মায়াময় স্বার্থ
ন্যায় অন্যায় ভুলে অপকর্মে লিপ্ত
রুপ যৌবনে উদ্ভাসিত বেপরোয়া।


হে প্রভু,
আমি জানি আমার কোন শক্তি ক্ষমতা নেই
তোমাকে দেখার, কথা বলার, পাশে থাকার
কিন্তু ইচ্ছে করলে তুমি তা পার
আপন সঙ্গী হয়ে
মধুর আলিঙ্গনে আমাকে জড়িয়ে ধরতে
সত্য মিথ্যার মুখোশ খোলে দিতে
মান মর্যাদার উচ্চাসনে বসাতে
পৃথিবীর বুকে মানব জীবন ধন্য করতে।