ঘুরে ফিরে মনের ঘরে কেউ এসেছিল ,
অকারণে মুখ পানে চেয়ে কে হেসেছিল,
কেউ কি নাম ধরে আমায় ডেকেছিল,
বা‌ঁশির সুরে গান গেয়ে নৃত্য করেছিল ।


কে যায় আবার আসে অপলক দেখি,
দৃষ্টির আড়ালে কারে খুজে মরে আখি,
মানুষের ভিড়ে যে হারিয়ে দিল ফাঁকি,
আমার সকল সুধা পানে হাসিল সখি ।


নাম পরিচয় হীন অচেনা এক রূপসি,
ফিরিয়ে দেইনি তাকে পড়েছি ফাঁসি,
চঞ্চল প্রাণে উতলা সুরে গায় দিবানিশি,
কে জানে মনের মানুষ সে হৃদয় পড়শি।