হৃদয়ে আমন্ত্রণ
তোফায়েল আহমেদ টুটুল


নন্দিত আনন্দে মুখোরিত হৃদয়ের কুটির,
কাননে ফুটিল কুসুম মিছিল প্রজাপতির।
ঝড়ে ডানা ভাঙ্গা আহত চাতক চাতকীর,
ফেরারী পাখিগুলো আকাশে পেল নীড়।
প্রলয় জলোচ্ছাসে সাগরে ডুবন্ত তরীর,
ছোট ছোট উর্মি খুঁজে পেল অকুলে তীর।
পাহাড়ের আবেগ কান্না অশ্রুধারা অধীর,
ঝর্ণাধারা বয়ে বয়ে মিলন মোহনায় নদীর।


স্নিগ্ধ সকালে ভোরের কুয়াশা বাঁধে দানা,
সোনালী রোদ্দুরে ঘাসের ডগায় শিশির কণা।
পত্র পল্লবী শাখা প্রশাখা নব উদ্যামের ডানা,
মঞ্জুরী মুকুল পুষ্প কলিতে অলি আনাগুনা,
ফুলে ফুলে বসে মধু আহরণে ভ্রমরের হানা।
সজিব সতেজ নির্মল বায়ুতে মনের দোলনা,
সুপ্ত আবেশে শিহরিত পুলকে হৃদয় মোহনা,
সুরের ঝংকারে অচীন ছন্দ তোলে মন বীণা।


অন্তরে ছড়িয়ে রংধনুর রঙ সাজিল রঙিন,
ভালবাসার আরাধনাতে হল জীবন বিলীন।
মন্দির মসজিদ গির্জায় উপাসনা আয়োজন,
হৃদয়ে বাজিতেছে প্রেমের আকুল আবেদন।
নিঃশ্বাসের শব্দে ধ্বনিত মন পাঁজরে স্পন্ধন,
জনমে জনমে আত্মার প্রণয়ে বিশ্বাসের বন্ধন।
জন্ম জন্মান্তরে অপেক্ষা ভালবাসার আলিঙ্গন,
প্রস্ফুটিত সদ্য তাজা শুভ্র ফুলে হৃদয়ে আমন্ত্রণ।