হৃদয়ের আয়োজন
তোফায়েল আহমেদ টুটুল


ভাবনার তরঙ্গগুলো সুর তোলেছে মনো বীণায়,
মিলেনের গানে নেচে উঠে প্রাণ শিহরণ জাগায়।
লাল নীল স্বপ্বেরা ভীড় জমিয়েছে নয়ন তারায়,
কাছে কি বা দূরে দিবানিশি খুঁজি দৃষ্টির সীমায়।


ইচ্ছেরা পাখা মেলে উড়ছে কেবল আকাশ পানে,
অন্তরে বসে প্রতিচ্ছবি আঁকছে সাধনার ধ্যানে।
আশার তরী সমুদ্রে ভাসে অজানা দ্বীপের সন্ধানে,
মন মাঝি বৈঠা হাতে উজানে চলছে দাঁড় টেনে।


জীবনের চারিদিকে বইছে নির্মল সুখের পবন,
অন্ত বিশ্বাসে প্রেমের নীড় বেঁধেছে বুকের গহণ।
অন্তরেতে ভালবাসার জোয়ার ডুবুরীর অবগাহণ,
অতৃপ্ত পিপাসার তৃষ্ণা মেটাতে হৃদয়ের আয়োজন।