হৃদয়ের জবান বন্দি
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয়ে প্রেমের খনি নাই সেখানে দিন রজনী
অন্তরে বাজে মধুর বীণা হরদম কানে শুনি।
গোপনে বুকের গহীণে আসিলা কি কারনে?
দিক বিদিক ছুটাছুটি সাধনার কোন সন্ধানে?
মনের আঙ্গিনায় এসে যখন তুমি কর বিচরণ,
নিত্য পদধ্বনির নৃত্যে হৃদয়ে জাগে শিহরণ।।


অস্থিত্বের রুপ হেরি দিবানিশি জ্ঞানের ধ্যানে,
আহার নিদ্রা ভঙ্গ করে দৃষ্টি রাখি শূণ্য স্থানে।
অন্তরে বাজে মধুর বাঁশি কর্ণমূলে সুর ধ্বনি,
জীবনের স্পন্ধনে নিঃশ্বাসে নাসিকাতে টানি।
চরণ ফেলি অজানা গন্তব্যে পবনে গন্ধ শুকে,
কল্পনার আল্পনায় আঁকি জড়িয়ে রাখি বুকে।


উষ্ণ হৃদয় শীতল করি তোমার মূখ দর্শনে,
বিশ্বাস ভক্তি শ্রদ্ধার আরজ তোমারি চরণে।
দাও হে সখা তুমি দেখা কেন থাক আড়াল,
আনন্দ চিত্তে গ্রহণে মহৎ হৃদয়ে হও বিশাল।
ভাব তরঙ্গে আলিঙ্গনে এসো করি প্রাণে সন্ধি,
তোমার সমীপে শর্তবিহীন হৃদয়ের জবান বন্দি।।