হৃদয়হীনা
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয় হীনার হৃদয়ের দাম কি আছে
ভালবাসার অভিনয় করে অনায়েসে।
পাথরের গড়া মানবীর কাঁচের হৃদয়
ভেঙ্গে টুকরো টুকরো হয়না তবু ভয়।


চৈত্র খড়ায় মন জমিন ফেটে চৌচির
বীজ বপনে কৃষকের আগ্রহ অধীর।
জৈব রাসায়নিক সারে পানি নিস্কাশন
উর্বরা শক্তি বাড়েনা হয়না উৎপাদন।


উত্তপ্ত বালু বুকে বিশ্বাসের বীজ গুজে
সযত্নে পরিচর্যা করলাম সকাল সাজে,
সাহারা মরুভূমিতে ভালবাসা রোপন,
বৃথা সকল প্রচেষ্টা অন্তরে করুণ রোদন।।