ঈমান আলী তাওয়াফ করবে পবিত্র কাবায়,
আল্লাহর আদেশ হজ্জ পালনে মক্কা মদিনায়।
নবীর কবর জিয়ারতে দুরুদের সালাম খানি,
মাকামে ঈব্রাহীম চুম্বনে ঘুচিত গুনাহের খনি।
আরাফার ময়দানে মুজদালিফায় অবস্থানে,
হেরাগুহা গমনে সাফা মারওয়া পর্বত ভ্রমনে।
                                                  
ঘরে ছিল ঈমান আলীর অসুস্থ মা বৃদ্ধ বাবা,
খোজ খবর নেয়নি কভু করেনি তাদের সেবা।
বাবা হল সন্তানের কাবা মা জননী মদীনা,
পিতা মাতার খুশিতে সন্তুষ্ট দয়াল রাব্বানা।
বেঁচে থাকতে পিতা মাতা কষ্ট কাটে জীবন,
হজ্জ করিতে সন্তানেরা মক্কা মদীনায় গমন।
                                                          
ঈমানের সম্মদের পাহাড় প্রতিবেশী ক্ষুধার্ত,
আলহাজ্ব ডাকবে হাজীর জান্নাত নিশ্চিত।
ধনীর উপর ফরজ হুকুম কুরআনের ঘোষণা,
নিত্য আমল ঠিক নয় যার হজ্জ কবুল হবেনা।
লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে ডাকা,
ঈমানদার নয় ঈমান আলী অজ্ঞানী বোকা।