মহান আল্লাহ সর্বশক্তিমান,
বিসমিল্লাহ বলা মুমিনের সান।
কালেমা পড়ে আনিবে ঈমান,
দুয়া কবুল করবে রহিম রহমান।


ঈমান ঠিক রাখিবে যত মুসলমান,
নামাজ আদায় করে বাঁচাবে ঈমান।
দ্বীনের পথে জিহাদ করে হও কুরবান,
হজ্জ পালনে মুসলমানের হয় কল্যাণ।


ইসলাম পৃথিবীতে সকল ধর্মে সেরা,
জান্নাত পরকালের সুখ শান্তির ফুয়াড়া।
কিয়ামতে পৃথিবী ধ্বংস হবে প্রভু ছাড়া,
আল্লাহ রাসুলের দিবে ডাকে হাজিরা।


মুহাম্মদ আল্লাহর প্রেরিত হযরত,
নবুয়্যাত পেলেন নবী আমরা উম্মত।
ওযু করে পাক পবিত্র থাকা সুন্নত,
পুলসিরাত পার হবে নেকের বরকত।


কুরআন মুসলমানের মূল সংবিধান,
রহমত বরকত আল্লাহ তায়ালার দান।
সুন্নতি লেবাস করবে মুমিন পরিধান,
তওবা করে ক্ষমা চাইবে মুসলমান।


উমরা পালনেও হজ্জ কবুল হয়,
ভিতর নামাজ ওয়াজিব ইশাতে রয়।
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বিধানে হুকুম,
ক্ষমা চাও পাপের জাহান্নামে শাস্তি নির্মম।


পবিত্র মাহে রমজান দৃঢ় বিশ্বাসে পালন,
খাঁটি বান্দার আদর্শ শরীয়তের কানুন।
কথা কর্ম ব্যবহারে রাসুসের অনুসরণ,
ঈমানের সাথ সর্বদা মৃত্যুর প্রস্তুত গ্রহণ।


ইয়াসীন সুরা আছে আল কুরআনে,
যাকাত প্রদান করিব ইসলামি আইনে।
হে আল্লাহ আমাদের ঈমান ও আমল,
ইসলামের পরচালনায় জীবন কর সফল।