(ইসলামের সর্বশেষ ফরজ হল ধনীর উপর যাকাত প্রদান।পবিত্র কুরআনে যতবার নামাজের কথা এসেছে বেশিরভাগই সাথে যাকাতের কথা বলা হয়েছে। মুসলমান হয়ত জানেই না যে যাকাত প্রদানের একটি নির্ধারিত মাস রয়েছে তা হল জ্বিলকদ।)


যাকাত প্রদান
তোফায়েল আহমেদ টুটুল


ধনীর উপর ফরজে আইন আল্লাহর বিধান,
ইসলামের পঞ্চম স্তবক হয় যাকাত প্রদান।
অনেকবার আয়াত নাযিল পবিত্র কুরআনে,
ঘোষণা করেন ধন সম্পদের যাকাত প্রদানে।
ধনীর কাছে আমানত গরিবের বাঁচার দাবী,
অভাবীদের দান করতে বলেছেন দয়াল নবী।


মর্যাদার লড়াই চলে যাকাত প্রদানের নামে,
মিডিয়াতে প্রকাশ করবে পত্রিকার কলামে।
লুঙ্গী কাপড় কিনল কিছু সস্তা নিম্মমানের,
শরীয়তের নিয়ম কানুন লঙ্গিত যাকাতের।
দেখুক জানুক বিশ্ববাসী বাড়ুক নাম ডাক,
মান অহংকার চূর্ণ বিচূর্ণ কাটবে প্রভু নাক।


ধৌলতের মালিক আল্লাহ ধনী তার বাহক,
যাকাত প্রদানে কৃপণের কত বাহানা নাটক।
লোভী করে যুক্তি তর্ক কেন দিবে জরিমানা,
ফরজ আইন অমান্যকারী শয়তানের নানা।
যাকাত আল্লাহর হুকুম যার অর্থ বৈধ পবিত্র,
ধনীর সম্পদে গরীবের হক ইহাই হল মূলমন্ত্র।