আমায় যদি প্রশ্ন করে জানতে চাও
কেমন আছি আমি
কষ্ট বুকে লুকিয়ে রেখে বলব যে ভালো
শুনবে তুমি


দিলেনা অধিকার পাশে থাকি
দুঃখ ভুলে যেতে বুকে রাখি
দেবার মত কি ছিল আর বাকি
অনুভবে গড়েছিলাম সুখের ভুবন
তোমার যত মরুভুমি


হতে পারিনি তোমার প্রিয় আপন
সুযোগ দিয়েছিলে ভাঙ্গা স্বপন
আমার পরাজয় তোমার বিজয়
আনন্দ পেয়েছিলাম হাসি খুশির
তোমার যত পাগলামী


পাষাণ পৃথিবীর বুকে মাটির মানুষ
কাঁচের হৃদয় দেখে আমার দোষ
ভালোবাসা অপরাধ নেই কোন প্রতিবাদ
কলঙ্ক মেনেছিলাম মাথার তাজ
তোমার যত বদনামী