জীবন বীণা
তোফায়েল আহমেদ টুটুল


যতদিন বাজাবে আমার জীবন বীণা,
তোমার নামের সুর যেন কভু ভুলিনা।
নৃত্যের নিঃশ্বাসে প্রতিটি তালের ছন্দ,
হেলিয়া দুলিয়া নাচিতে কত আনন্দ।
প্রাণের কথাগুলো মনের একতারায়,
গানে গানে আরাধনা ডাকিতে তোমায়।


কণ্ঠস্বরের শব্দ ধ্বনি তোমার গুনগান,
গীতিতার সুরকার রচিবে আমার গান।
সকাল সন্ধ্যা গাইব আমি দিবস রজণী,
সত্য সুন্দর পবিত্র কতনাম অন্তরে শুনি।
সুরের ঝংকারে বেহালার চিকন তারে,
তানপুরার মূর্ছনা হৃদয়ের জলসাঘরে।


মোহন বাঁশী হাতে ভিন দেশী বংশীবাদক,
গুরুর চরণে শিষ্য আমি যে এক সাধক।
জীবন মরণ সমর্পণে আমার গুরু দক্ষিণা,
দয়ালু মহান আর্শিবাদের চাইছি করুণা।
স্বাধের বাঁশরি আমি যেমন বাজাও বাজি,
তোমার সুরে সুরে দুঃখ তাপ সকলি ত্যাজি।