জীবনের বসন্ত
তোফায়েল আহমেদ টুটুল                


                       কখন,
                 তোমার নামে,
             দলিল লিখে দিলাম,
         বুকের রাজ্যে মন বৃন্দাবন,
     ভালবাসার মহল গড়ে স্বর্গ রচনা,
  হৃদয়ের কপাট খোলে দখিনা বাতাসে,
      সুখের দোলায় প্রান নাচে উল্লাসে,
          বাতায়নে বসে আছে অন্তর,
                প্রেমের বসন্তে রাঙা,
                      নয়ন পাতায়,
                           স্বপন।


                        জীবন,
                   সাজানো বাগান,
             কৃষ্ণচুঁড়ার আবিরে রঙিন,
         ফাগুনে পুষ্পকলি পবণে দোলে,
     বাগিচার ফুলগুলো সুভাষিত সৌরভে,
অলিদের গান শুনে জড়ায় মধুর আলিঙ্গণে।
    আবেগ অনুভুতির স্পর্শে হৃদয়ে শিহরণ,
          কল্পনার ভূবনে রঙিন ঘুড়ি উড়ে,
                পরীদের ডানা চুরি করে,
                      ভাবনার তরঙ্গে,
                            মিলন।


                       আশার,
                    তরী ভাসিয়ে,
               মন মাঝি দাঁড় টেনে,
        প্রেমের সিন্ধু সাগরে পাল তুলে,
   উর্মির তালে তালে হাল ধরেছে উজান,
ভাটির টানে জেগে উঠা চরে তীরের সন্ধান।
    নোঙর করিতে অজানা নির্জণ দ্বীপে,
         জলের কল্লোল শব্দের ধ্বণি,
              জোয়ারে সুখের প্লাবন,
                    আনন্দের স্নান,
                          করার।


                      পৃথিবী,
                    নিয়মের অধীন,
                ফুল ফুটে চন্দ্র সূর্য উঠে,
          ধূলা উড়ে,পাতা খসে, তৃণ পুড়ে,
    নীল আকাশের বুকে সাদা মেঘেরা ছুঁটে,
প্রকৃতির এই নিয়মের শৃঙ্খলেই মানব জীবন
    আলো ঝলমল কালো অন্ধকারে ঘেরা,
          সুখ দুঃখ অনুভুতিতে আত্মহারা,
                 জয় পরাজয়ে ব্যবধান,
                       ব্যর্থতার মাঝে,
                            সমাধী।