💀জীবনের কষ্ট💀
তোফায়েল আহমেদ টুটুল


পারিনি আমি কাউকে বুঝাতে বুকের ভিতর,
কোন কষ্টের অনল দিবা নিশি পুড়ায় অন্তর।
কথায় কেহ আঘাত পেলে, নিন্দা করে সবে,
সত্য নাকি মিথ্যা বলছি, দেখেনা কেউ ভেবে।
ব্যবহারে কষ্ট পেলে বদনাম রটায় খারাপ,
কেউ বুঝেনা আমায় কভু পাগলের প্রলাপ।
কাউকে যদি আঘাত করি, ভুলের সংশোধ,
শক্তি সাহস যোগাড় করে নিতে প্রতিশোধ।


খারাপ কাজে কাউকে দিলে ভাল উপদেশ,
সবাই কেবল প্রকাশ করে হিংসা,বিদ্বেষ।
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দিলে জবাব,
জন্মায় অজানা শত্রু ,হয়না কোন অভাব।
সম্মান শ্রদ্ধায় মুরুব্বিগণ পাবে মর্যাদা,
অথচ জীবনে দেখি, তারাই লাগায় কাঁদা।
ছোটদের ভুলে করব শাসন ,স্নেহ, আদর,
বড় কষ্ট লাগে, দেখি যখন বেয়াদব প্রচুর।


বিবেক বোধে অস্হির ,পাইনা কোন উপায়,
বেঁচে থাকতে হয় যে তবুও আমি নিরুপায়।
ভাল কিছু করব ভেবে উদ্যেগ নিতে গেলে,
পিষ্ট করে সকলে সমালোচনার কবলে।
হৃদয়ের বালুচরে বেদনার উত্তপ্ত সাহারা মরুভুমি,
নিরাশার চাদরে আবৃত কুয়াশায় ঢাকা বনভূমি,
রঙিন তামাশায় সাজালাম জীবনের লীলা ভুমি,
হতাশার দুর্দান্ত গতিবেগে ক্লান্ত পরাজিত আমি।