জিকির
তোফায়েল আহমেদ টুটুল


তোমার নামের প্রদীপ জ্বেলে জিকির করি দিবানিশি,
আল্লাহ, ইল্লাল্লাহ অন্তরে তাসবি জপিতে ভালবাসি।
কত সুন্দর নামের বচণ হৃদয়ে যখন করেছি ধারণ,
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই আপন প্রিয়জন।


লা ইলাহ্ ইল্লাল্লাহ ধ্বনি কর্ণমূলে শ্রবণের প্রতিধ্বনি,
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসায় দিন রজণী।
অনন্ত পিপাসা অমৃত সুধার জপি নাম আল্লাহুআকবার,
গুনগান গাহি যতবার বাসনা জাগে প্রাণে তত ডাকার।


তিমির বিঁধারী আলোক বিহারী উদিত সদা হৃদয় মাঝে,
আঁধার টুঁটে আলোর নিখিলে সঠিক পথে সকাল সাঁঝে।
অজানা গন্তব্যের মহারথে জীবনের গতি তোমারি হাতে,
ধমে ধমে হরধম জপি মুক্তির সন্ধানে চিরশান্তি পেতে।


তুমি কি গো করবে কবুল ক্ষমা করতে অপরাধীর ভুল,
পাপ করেছি লক্ষ কোটি ফরিয়াদে তাই প্রার্থণা আকুল।
দয়ার সিন্ধু কৃপার বন্ধু রহমাতাল্লিল আলামিনের দ্বারে,
জিকির করে বারে বারে কাঁদিতেছি আল্লাহ অকাতরে।