দেখেছি তোমার মানুষের আচার ব্যবহার
লোভ ক্ষোভ সবি যেন আপন স্বার্থের জন্য
সুখ ভোগ উপভোগ ছিনিয়ে লুটতরাজ করে
শক্তি ক্ষমতার জোর খাটিয়ে জিম্মি করে
এই পৃথিবীতে চায় বেঁচে থাকার অধিকার


কিছু মিষ্টি কথা একটু আধটু পাশে আসা
মিথ্যা প্রতারনার ষড়যন্ত্রের জাল বুনে
সুস্থ চিন্তা ভাবনার পরিকল্পনা করে
দেনা পাওয়ার চুড়ান্ত হিসাবের অপেক্ষা
প্রেম প্রীতির ভালোবাসা যা আরেক নেশা


মা বাবা ভাই বোন কিছু আত্মীয় স্বজন
আদর সোহাগ মায়া মমতার স্নেহ মাখা
কিছু ভালো চায় হয়তো মঙ্গল কল্যাণে
তবুও কেমন যেন সবকিছুই গোপন
সন্দেহের অনুমানে অনিশ্চিত জীবন


জন্মেছি বাস মৃত্যুর জন্য বাঁচতে হবে
দুঃখ কষ্ট বেদনার মাঝে হাসি আনন্দে
রোগে শোকে নিত্য দিনের আর্তনাদ
ধৈর্য্যশীল হয়ে সহ্য করা আঘাত অপমান
এই বুঝি ইচ্ছা ছিল তোমার পাঠাতে ভবে


নারী পুরুষ সেতো আরেক কঠিন ফাঁদ
জীবন যৌবন আকর্ষণ রুপের অহংকার
মানুষ মানুষের জন্য কলঙ্কের চির ভয়
দেহের পবিত্রতা রক্ষার্থে সতীত্বের সন্ধান
পাপ পূণ্যের ভেদ বিধানে চরিত্র বরবাদ


জীবন জীবনের জন্য নেই আপন প্রিয়জন
সেবা যত্নের ইচ্ছাতে ভুল ত্রুটি সংশোধনে
ভালো মন্দ দোষ খুঁজে শক্তি সাহস যোগানো
মান সম্মানের উচ্চ মর্যাদার আসনে মহান
যোগ্য অযোগ্যতার কর্ম পরিচয় নির্ধারণ


হার জিত যেন তামাশার মহা আয়োজন
প্রতিযোগীতার লড়াই চলে আপন অস্তিত্বের
পছন্দ অপছন্দের ব্যক্তিত্বের সুভাষিত ফুল
আলোর প্রতিভা জ্বালিয়ে অন্ধকার দুর করে
শত্রু মিত্র জুয়ার আসরে কি ছিল প্রয়োজন