যদি চলে যাবে যাও
তবে আবার ফিরে আসার পথ যেন খুঁজতে না হয়
দুনিয়াটা আসা আর যাওয়ার জায়গা
তুমি এসেছিলে আশ্রয় নিতে
আমার সাধ্যমত চেষ্টা করেছি নিরাপত্তা দিতে
তোমার আমার পরিচয়ের স্মৃতি
ক্ষনিক সুখ নয়তো ক্ষনিক দু:খ
ব্যথা বেদনার আঘাত ভুলে মনে রাখিওনা
ভুল ত্রুটির সকল অপরাধ ক্ষমা করে দিও


যদি চলে যাবে যাও
তবে আবার স্বরন করে কখনো আফছোস কর না
পিছনে ফেলে আসা অতীতের পথ
চলতে গিয়ে বিচলিত হয়ে থমকে দাড়িও না
আবেগ অনুভুতির দুয়ারে কষ্টের হানা
হয়তো অজান্তেই অশ্রুসজল চোখ
দিক বিদিক খুঁজে বেড়াবে আমাকে
আমি কিন্তু সেদিন থাকবনা পথের ধারে
তোমার চলার পথ আটকাতে


যদি চলে যাবে যাও
তবে আবার হৃদয়ে শূন্যতায় জায়গা দিওনা নতুন করে
প্রকৃতি শূন্য জায়গা ফেলে রাখে না
একটা আগাছা হলেও জন্ম দিতে চায়
একাকীত্বের যন্ত্রনা বুকে চেপে ধরে
আপন পর ব্যবধানে খুঁজনা প্রিয়জন
ইচ্ছার বশে নিজেকে নিয়ন্ত্রন করা প্রয়োজন
চলে যাবার সময় সামনে বাড়ানো পাদুটো
জড়িয়ে ধরে আর আটকাতে চাইনা


যদি চলে যাবে যাও
তবে তোমার কল্পনার জগতে হয়তো আমাকে পাবেনা
মিথ্যা মরিচিকার পিছনে সুখের সন্ধান
তোমার এই মতিভ্রম জোর করে ভাঙ্গবনা
নিশ্চয় একদিন তোমার নেশার ঘোর কাটবে
আঘাত অপমানের জ্বালা যন্ত্রনা সহ্য করার ধৈর্যশক্তি
আমার ভালোবাসার আর কি পরিক্ষা নিবে তুমি
ফলাফল ঘোষনা করতে তোমার আয়োজন
হয়তো বিজয় উল্লাসে তুমি মেতে উঠবে


যদি চলে যাবে যাও
তবে কার জন্য কাকে ফেলে কোথায় কার কাছে যাবে
জন্মের সময়তো তোমার সঙ্গে কেউ আসেনি
এই পৃথিবীতে এসেই তুমি সবাইকে পেয়েছিলে
তোমার ভালো লাগা পছন্দের কারনে
বাস্তব চিত্রের চরিত্র রুপায়নে তোমার মঙ্গল কল্যান
হয়তে কিছু শাসন বারন কিছু বিধি নিষেধ
ভালোবাসার দাবীতে কিছু অধিকার
যা আজ তোমার কাছে খুব বিরক্তের


যদি চলে যাবে যাও
তবে আমায় মিথ্যা অপবাদে অভিযোগের আসামী করে কেন
বন্ধু হতে না পারি পরাজয় স্বীকার করব হাজার বার
তবে তুমি শত্রুরুপে আমাকে শাস্তি দিওনা
তোমার ভিতরে যে প্রেম তা প্রকাশ না করে
বাহিরের রাগ আর জিদ বাজী ধরে কোন জয় চাও
কারো জন্য কারো জীবন থেমে থাকবে না
নষ্ট হবে কিছু সময় নষ্ট হবে স্বাস্থ্য বাড়বে মানসিক যন্ত্রনা
যা আমি কখনো তোমার জন্য চাইনা


যদি চলে যাবে যাও
তবে মনে রেখ এই আমি অনন্তকাল তোমার অপেক্ষায় থাকব
অতীতের সবকিছু মুছে দিয়ে আবার নতুনভাবে
মনের মাঝে কোন দ্বিদ্ধা দন্ধের সংকোচ না রেখে
ফিরে এসে শুধু একবার দেখে যাও
তোমার জন্য আমার প্রেম ভালোবাসা
আদর সোহাগ স্নেহ সেবা যত্নের দায়িত্ব কর্তব্য
হৃদয় সিংহাসনে সাজানো তোমার রাজমহল
সমোন্নত মর্যাদার আসন ঝলমল করছে।