যদি মন কাঁদে তবে চলে আসিস
কোন দ্বিদ্বা দ্বন্দের শংকোচ না রেখে
ঘৃন্য জগন্য হলেও শত্রু না ভেবে
বিশ্বাস না হলেও পর না মনে করে
যদি স্মুতি মনে পড়ে তবে মুছে ফেলিস
তোকে নিয়ে কখনো ভালো চিন্তা করিনি
আমি স্বার্থপর হয়ে নিজের কথাই ভাবছি
তোকে ব্লাকমেইল করে শুধু পেতে চাইছি


জানি আমি অনেক খারাপ তোর কাছে
ব্যক্তি স্বাধীনতায় তোকে বিরক্ত করেছি
হাসি আনন্দের জন্য তোর সর্বনাশ করেছি
সুখ শান্তির জন্য তোর ভবিষত নষ্ট করেছি
ভালোবাসি বলে বার বার ধোকা দিয়েছি
সস্তা নিম্মমানের উপহারের লোভ দেখিয়েছি
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোকে ভুলাতে চেয়েছি
অন্ন বস্ত্র বাসস্থানের প্রতিদানে জীবন চেয়েছি


তোকে মুক্ত করে দেয়া কোন ব্যপার ছিলনা
শুধু ভাবতাম তোর প্রয়োজনগুলো কে মিটাবে
আমার রাগ অভিমানের জন্য তোকে শাস্তি দিব
শুধু তোর প্রতি ভালোবাসার যেন কমতি না হয়
সেজন্য ক্ষমা করার উপায় খুজতাম পাপে ডুবে
স্বেচ্ছায় অনিচ্ছায় তোকে বিরক্ত করতে চাইনি
বলতে পারিস বাধ্য হয়ে জ্বালাতন করেছিলাম
একটা সম্পর্কের অটুট বাঁধনে জড়িয়ে রাখতে


এখন তুই মুক্ত স্বাধীন নেই আমার অশুভ ছায়া
এখন আর তোর শান্তির ঘুম আমি নষ্ট করিনা
তোর চলার পথে আর বাধা হয়ে অস্থির করিনা
বলতে চাইনা আর কোন নীতি কথার গল্পগুলো
আঘাত অপমান করে যুক্তি তর্কের ঝগড়া করিনা
এখন আর তোকে ফোন দিয়ে খোজ খবর নেই না
এখন আর তোর কোন কাজের জন্য কৈফত চাইনা
নিশ্চিত থাকিস মৃত্যুর আগেও তোর সামনে আসবনা