জগত সংসার
তোফায়েল আহমেদ টুটুল


মনে যত দুঃখ আমি বলি কার দ্বারে,
পরিবারে ছেলে মেয়ে থাকে অনাহারে।
ভিটা মাটি নাই কোন পাব মালিকানা,
পরের জায়গা জমি দাবী ষোলআনা।
বর্গাচাষী বিনিময়ে ফলাই কষ্টে ফসল,
উৎপাদিত শস্যের ভাগ পাইনা আসল।


অভাব অনটনে বাঁচি ক্ষুধা তৃষ্ণার জ্বালা,
জগত সংসারে আমি জ্বলে পুড়ে কালা।
সহজ সরল সঠিক পথে না চালাও যদি,
রহিম রহমানে নামের গৌরব কেন নিরবধি।
পরম করুণাময় দয়াল জানি তোমার মহিমা,
অধম পাপীর অপরাধ কর নিজ গুনে ক্ষমা।


কাতর মিনতি সুরে অধমের আকুল প্রার্থণা,
কত সুখে আছি বেঁচে দয়াল খবর নিলেনা।
স্বপ্ন সুখের আশা বুকে কভু পূর্ণ করলেনা,
হতাশার দুঃখ যাতণায় কভু দিলেনা শান্তণা।
ইচ্ছাতে সৃষ্টি করে পাঠালে ভবের বাজারে,
হলাম না আপন তোমার জগত সংসারে।