তোমার এই জলসা ঘরে
পুতুল খেলার সাথী
দোসর খুঁজে বাজী ধরে
কাটাই দিবা রাতি
সাজানো এক রঙ্গ মঞ্চে
সুন্দর পরিপাটি
হাসি কান্না শ্রেষ্ট অভিনয়ে
চরিত্র রুপায়ন খাঁটি


কেউ আসে বিজয় উল্লাসে
হাত তালি বাজাতে
মুগ্ধ হয়ে পুরস্কার ঘোষনায়
ট্রফি তোলে দিতে
কেউ বুনে পরিকল্পনার জাল
চাহিদার অভাব বেশি
ধ্বংসের খেলায় মানুষের ক্ষতি
করতে জানে হাসি


ফুল শয্যায় বিছানো থাকে
সুঁচালো কাটাঁর মালা
সত্য সুন্দর পবিত্রতা অর্জনে
মরণ ব্যথার জ্বালা
রঙ মেখে মুখোশের আড়ালে
সঙ সাজে বোকা
বিশ্বাস ভক্তির প্রেম আরতি
অনিশ্চিত এক ধোকা