মানুষ আমরা কেউ ভালো নেই
নেই কেউ জগতে সুখি
তুমি ভালো নেই আমি ভালো নেই
মানব জীবন জনম দু:খী
যার জন্য সুখ হতে চেয়েছি আমি
আদর স্নেহের কোমল পরশ
জীবনে সেইতো হয়নি কভু সুখি
চেষ্টা সাধনায় দিয়েছে দোষ


মনের আকাঙ্খায় চাইছে যে সুখ
বিশ্বাস ভক্তির ভরসা নিয়ে
কে আছে এমন দিবেই বিসর্জন
আপন স্বার্থ সব ভুলে গিয়ে
প্রতিটি মানুষের চাওয়ার পাওয়ায়
দায়িত্ব কর্তব্য অধিকার ভোগে
তোমার জন্য চাইলে জগতের সুখ
বলনা কোন বিনিময়ের ত্যাগে


যার ঠোটে হাসি হলাম চোখে আনন্দ
অসুখী বলে সেই করে তর্ক বিতর্ক
হয়নি তার কখনোই জানার প্রয়োজন
আমার সুখে কি এমন পার্থক্য
নিত্য সে চাইতেছে যার কাছেই সুখ
নিশ্চয়ই করবে কেউ তাকে সুখী
বিধাতা পাঠালো একা একা মানুষ
সমজোতার জন্য সুখ দিল ফাকি


এ কোন ঋণের মাঝেই আবদ্ব আমি
তোমার পানে আত্মভোলা পথিক
তোমাকে করতে সুখি দায় কি আমার
ভাবতেই হবে তোমাকে অধিক
রিক্ত আমি নি:স্ব হয়ে জীবনের সম্পদ
উজার করে সব তোমায় দিলাম
একটি মনের দাম দিতে গিয়ে জগতে
বিনিময়ে আমিই বা কি পেলাম