প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র
                 যত তন্ত্রবাদী,
হায়রে তন্ত্র যন্ত্র বলে কাড়তে চায় সকলে
                 কে কার গদি?


সাম্রাজ্যের অধিপতি ক্ষমতাসীন গতি
                  মন্ত্রির আসন,
নৈরাজ্যের অরাজকতা পাইতে ক্ষমতা
                   রাষ্ট্রীয় শাসন।


জনগণের জননেতা রাজনীতির ছুঁতা
                   হতে প্রেসিডেন্ট,
অপকর্মে লিপ্ত থাকে সর্বনাশের বাঁকে
                   কি করি কমেন্ট?
                  
দুনিয়ার বাহাদুরি শক্তির দাপটে ঘুরি
                   সাজিল প্রধান,
বন্দির আগ্রাসনে অত্যাচারী নির্যাতনে
                    শাস্তির বিধান।


শিক্ষিত বেকার যুবক সরকার অভিভাবক
                   অযোগ্য সন্তান,
দুর্নীতির সন্ত্রাসী তালিতে নাচে বিশ্ববাসী
                   মানব কল্যান।


উন্নতির শীর্ষস্থানে জনগণ পুড়ছে শশ্মাণে
                  নেতাদের হলি,
দ্রব্যমূল্যের উর্ধগতি দুর্ভিক্ষের করুণ স্মৃতি
                   স্বাধীণতা ভু্লি।


মর্যাদা পন্ডিত জ্ঞানী লম্পট চরিত্রের খুনী
                   দেশ চালনায়,
আদর্শের অনুসরণ অনুগত জনসাধারণ
                   সুখ শান্তি চায়।


শৃঙ্খলিত মানবতা ধর্ষণের হত্যা গাঁথা
                  দেখি চুপচাপ,
মুক্তির আর্তনাদে সভ্যতার সমাজ কেঁদে
                  করে অনুতাপ।