কে আছে জোয়ান হবে আগোয়ান
       বাজাবে প্রলয় বিশাণ,
রাক্ষুস পুরীতে যত দানব দানবী
        দিবে তাদের গর্দাণ।
টগবগে উদ্বেলিত বুকের তাজা রক্ত
          ছুটবে দুরন্ত পাগলা,
হাত ফসকে কখনো বীর যোদ্ধার
       লাগাম হবেনা আগলা।


রনাঙ্গণ পৃথিবীতে একাই সে সৈনিক
           নিপাতে বর্বর হায়েনা,
জালিম অত্যাচারী ইবলিশ শয়তান হবে
            লক্ষ্যবস্তু স্থির নিশানা।
শাসিত শোষিত নিপেড়িত জনতার মাঝে
            শান্তির সুখের পতাকা,
লাঞ্চিত বঞ্চিত নির্যাতীতের করুণ আর্তনাদে
             রক্তপিন্ডে জ্বলবে উল্কা।
            


ধূর্ত চিতাকে শক্তিতে নয় বুদ্ধিতে শিকারে
          পাতিবে কঠিন ফাঁদ,
বন্দি করে খেলা দেখাবে মানুষের মাঝে
        প্রতিজ্ঞাবদ্ধের স্বপ্ন স্বাধ।
ভয়ঙ্কর গর্জণের হুঙ্কার শুনে বন জঙ্গলে
         কেঁপে উঠবে সিংহের প্রাণ,
সাবাশ বেটা পিতা মাতার জয়ধ্বনি কবে
          হাসি আনন্দে গাইবে গান?