যৌবনে পরিপূর্ণ ১৮
তোফায়েল আহমেদ টুটুল


বর্ষপুঞ্জিতে ২০১৮ প্রকৃতির মত করেছো তুমি যৌবনে পদার্পণ,
এসো হে যুবক আগামীর ফলক তোমাকে শুভেচ্ছার অভিনন্দণ।
দুঃসাহসী নির্ভিক দ্বিগবিজয়ী সৈনিক আসিবে দৈনিক বিশ্বের বুকে ,
অন্যায় অবিচার নির্মূলে সকল কুসংঙ্কার ধরণী সাজাবে শান্তি সুখে।


সত্য ন্যায়ের প্রদীপ জ্বেলে অন্ধকার ভূবনে স্বর্গরাজ্য রচনা করতে,
মহাকালের মহাবীরপুরুষের ন্যায় একাই তুমি পারবে যুদ্ধে লড়তে।
সিংহের গর্জন বজ্রকন্ঠে ভয়ে কাঁপবে অত্যাচারী জালিম দুশমনেরা,
অনাচার পাপাচার নাশ করিতে কঠিন প্রতিজ্ঞার আমরণ শপথ করা।


নব ভাবনা নব উদ্ভাবক নব আবিস্কারের গবেষক সাধনায় মত্ত তুমি,
প্রজন্মের পর প্রজন্ম অস্থিত্বের শিকড় গেঁথে পৃথিবী করবে পূণ্য ভূমি।
সাফল্যের শীর্ষ চুঁড়ায় অবস্থান তোমার গাইবে কেবল জয়ের গান,
সুমহান মর্যাদার সগৌরবে মহান বিশ্ব বিজয়ে উড়াবে জানি নিশান।


এসেছো তুমি সকলের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধু খৃষ্টান ভুলে প্রভেদ,
ধনী গরীব আমির ফকির রাজা প্রজার সম্পর্কের নতুন অনুচ্ছেদ।
যুগ যুগ ধরে জন্ম জন্মান্তরে বিশ্ববাসী আজিকে এক সাথে মিলেছি সবে,
করিতে বরণ সাদর সম্ভাষণে অভিনন্দণ মাতি উৎসবে আনন্দ কলরবে।