কে তুমি
তোফায়েল আহমেদ টুটুল


কে তুমি?
হৃদয়ের পড়শি বসতি এই বুকে,
ছলনার আড়ালে কেন যে লুকে।
কি চাও কি আছে বলনা দেবার,
অন্তরে বাহিরে আবেদন তোমার।


কে তুমি?
বাঁশরিয়া মধুর সুরে ফাল্গুনে বসন্ত,
হারিয়ে নিজেকে খুঁজি দিগ দিগন্ত।
কোকিলের কুহু কুহু কৃষ্ণচুঁড়া ডালে,
মুখোরিত হৃদয়ে নৃত্যের ছন্দ তালে।


কে তুমি?
জান্নাতের হুর নীল আসমানের পরী,
অপরুপ মানবী ভেবে দিশাহারা মরি।
বুকের অতলে ডুবি করিতে সন্ধান,
দিবানিশি শুনালে ভালবাসার গান।