কাণ্ডারী
তোফায়েল আহমেদ টুটুল


নবীজী নূরে মাওলা আল্লাহুম্মা সাল্লেআলা,
আল্লাহর পেয়ারে হাবিব শাহে তরানেওয়ালা।
মুহাম্মদ নূর সৃজনে সৃষ্টি জগতের হয় সূচনা,
ছায়া কায়ার প্রেমে মশগুল দয়াল রাব্বানা।


যাঁর উছিলাতে সকল পয়দা সর্বশ্রেষ্ট মর্যাদা,
নামের গুনে পাবে ক্ষমা পরোয়ারের ওয়াদা।
আঁধার নিখিলে উদিত রবি আলো প্রজ্জালন,
ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ এর ধরায় আগমন।


আকাশ বাতাস সাগর নদী সেজদাতে লুটায়,
পশু পাখি তরু লতা আনন্দের বাদ্য বাজায়।
বিশ্বজাহানে মানব মুক্তির নিয়ে এল পয়গাম,
ধ্যানে জাগরনে স্বপ্ন সাক্ষাতে দোযখ হারাম।


হাউজে কাউসারের মালিক হাশর ময়দানে,
পুলসিরাতে শাফায়াতকারী কঠিন মীযানে।
আল্লাহর দরবারে সদা সুপারিশের সেজদায়,
উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাসায়।


পাপী তাপীর হইবে তিনি উম্মতের জামিন,
বিশ্ব মানব মহান রহমাতাল্লিল আলামিন।
ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সাল্লেহ্ আলাহ্,
একমাত্র শাফায়াতের কাণ্ডারী রাসুলুল্লাহ্।