বিধি আমায় বানাইছে আড়ালে লুকাইছে
দুনিয়ায় পাঠাইছে
মানব কুলে জন্ম দিয়া বিপদ বাড়াইছে


জীবন করুণার দানে
বেঁচে থাকা এই জগতে সহেনা প্রাণে
ক্ষুধা তৃষ্ণা নিবারণে অভাব সাজাইছে


পাইলে জিজ্ঞাসি যদি
আদেশ নিষেধ হুকুম কেন দিয়াছো বিধি
আমি চির অপরাধী চাহিদার কাছে


খুঁজি ভুলেরি কারণ
কত সুন্দর যত্ন করে ভেজালে সৃজন
বন্ধু রুপে দুশমন আমারে করেছে


তোমার অহেতুক দাবী
জ্ঞান বুদ্ধির চালান পুঁজি মিছে সবি
টুটুলকে দিয়াছে চাবি তালা লাগাইছে