কাটেনা দিন কাটেনা কাটেনা রাত কাটেনা
কাটেনা দিন রাত একা একা
হাজার লোকের ভিড়ে খুজি ঘুরে ফিরে
পাই যদি তার একটু দেখা


রাতের আকাশ থেকে চাঁদের আলো
ঝিঁ ঝিঁ রা বাজায় নুপুর
নিরব আধারে ঢাকা পথের প্যাচাল
জড়িয়ে রেখেছে চাদর
মনের দোকান থেকে ঘুমের অসুখ
কিনেছে ঔষুধ ধোঁকা


চোখের পাতায় কত স্বপ্ন ঝরে
নিশি জাগা এক মন
আশার হাজার প্রদীপ জ্বালিয়ে বুকে
চেয়ে আছে সারাক্ষণ
প্রহরগুলো সাজায় ভোরের সকাল
সূর্যের আলোক রেখা


কাটেনা দিন কাটেনা কাটেনা রাত কাটেনা
কাটেনা দিন রাত একা একা
হাজার লোকের ভিড়ে খুজি ঘুরে ফিরে
পাই যদি তার একটু দেখা