কে কে ওখানে নির্জন অন্ধকারে একাকী বসে,
দিবানিশি অনায়েসে জীবনের হিসাব যায় কষে।
জগত চিনিলাম আমি চিনি নাই কেবল তাহারে,
কত পথ অতিক্রম করে খুঁজে মরি মানুষের ভিড়ে।


কে কে দেখেছে তাহাকে অস্তিত্বের আবরণে অপরুপ,
লম্বা চওড়া মোটা চিকন নাকি সুন্দর কুৎসিত অভিরুপ।
আর কত কল্পনায় গড়িব তার মুর্তি নিরাকার যেজন,
প্রেম ভালোবাসার বিশ্বাস ভক্তিতে হয় নি যে সুজন।


কে কে জানে তাহারে ডাকার নাম যে নামে দিবে সারা,
অন্তরের কালিতে মুখের বুলিতে আসল নকল কারা?
কত নামে ডাকিলাম আমি দয়ালু মহান করুণাময় জেনে,
বিঁষাধ গাম্ভির্য্যে উদাসী আড়ালে বিমুখ তবুও অভিমানে।


কে কে পাইল মহিমার শান্তণায় সুখ শান্তি অনাবিল,
কত প্রতিক্ষার অবসানে নীড়ে আশ্রয় পাবে শঙ্খচিল।
সম্মান মর্যাদার অধিষ্ঠিত আসনে পরম বন্ধুর ভালোবাসা,
হাসি আনন্দে মুখোরিত দুজন মিটাবো জীবনের আশা।