কে সে
তোফায়েল আহমেদ টুটুল


কে সেই সৌভাগ্যবতী মহিয়সী মহান,
আমার জীবনে এনে দিবে সুখের সন্ধান,
ললাটে একে দিয়ে জয়েরটিকা চন্দণে,
শুভেচ্ছার স্বাগতম জানাই অভিনন্দণে।


আঁধার পথে কে প্রজ্জোলিত প্রদীপ হাতে?
সঠিক গন্তব্যে নিয়ে যাবে কালো রাতে,
জীবনের সহযাত্রী সুখে দুঃখে বেধে প্রাণে,
অনন্ত পিপাসার তৃষ্ণা মিটাল সুধা পানে।


কে সে উপাসনা আরাধনায় সাধিতে প্রেম?
বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভরে ডাকিল নাথ শ্যাম,
কোন ফুলে রাধা সাজিয়ে মনের বৃন্দাবন?
পূজা অর্চণায় তুষ্ট করবে কৃষ্ণের রাঙ্গা চরণ।


বসন্তের ফাগুন রঙ্গে সাজিয়ে রেখেছি মন,
গোলাপ বকুল জুঁই চামেলী গেঁথেছি তোরণ।
হাসনা হেনার সুভাষিত রজনী গন্ধার স্বপন,
এই জীবনে ভালবাসা কে সে আসবে কখন?