হিংসা নিন্দা পরিহার তবে খাঁটি ঈমানদার,
ন্যায় নীতির বিবেক বোধে আচার ব্যবহার।
সদা সত্য আলোর মশাল অন্তরে দীপ্তশিখা,
কুরআন হাদীস অনুসরণে অঙ্কিত পথ রেখা।


বিশ্বাসের বীজ হৃদ বাগিচায় ফসল ফলে আমল,
তাওহীদে পূর্ণ আস্থা নিভাতে নরকের অনল।
পবিত্রতায় সাজানো জীবন পরকালের জান্নাত,
রক্ষণাবেক্ষণ পরিচর্যাতে মুক্তির সাফল্যে নাজাত।


মিথ্যার রাজ্যে অসৎ সঙ্গ পথভ্রষ্টে সর্বনাশা,
স্বার্থ ত্যাগে বিলাসিতার ভোগে লোভ লালসা।
ঈমান রক্ষায় সর্বদা সচেতন মোহ মায়া পার্থীব,
আল্লাহর প্রিয় রাসুলের উম্মত খাঁটি বান্দার নসীব।


মুসলিম হয়ে জন্মায়নি কেউ পিতৃ পরিচয় টানি,
একত্ববাদ উপাস্য নির্বাচনে শাহাদাতের বাণী।
আখেরাতের অনন্ত জীবন সুখ শান্তির নেয়ামত,
মৃত্যুর কধা স্বরণে সর্বদা ঈমানের হেফাজত।


ঈমান নষ্টে বরবাদ জিন্দেগীর সকল ইবাদত,
ইসলামের মূল ভিত্তি জানি ঈমানের ফজিলত।
মুমিন বান্দার হাত ও মুখ মানুষের  নিরাপত্তা,
আদর্শের চরিত্র গঠণে পরিশুদ্ধ এক আত্মা।