খেলাঘর
তোফায়েল আহমেদ টুটুল


আমার এই খেলাঘর
                         কে আপন কে পর?
রক্তের দাম দিয়ে কেনা
                      সম্পর্কের রঙ্গিন চাদর।


আপন আত্মীয় স্বজন
                         মা বাবা ভাই বোন,
বিশ্বাসে বেঁধেছি প্রণয়
                          ভালবেসে প্রিয়জন।


অধিকার কর্তব্য আমার
                            সম্পর্কের সুত্র ধরে,
স্বার্থের পৃথিবীতে মানুষকে
                            রাখিলাম বহু দূরে।


পূর্ব পুরুষের পরিচয় বুকে
                           জন্ম মৃত্যু পরমপরা,
অস্থিত্বের শিকড় গাঁথিলাম
                        আপন বংশ বৃদ্ধি করা।


রঙ্গ মঞ্চেে বিচিত্র অভিনয়ে
                        সকলের প্রধান চরিত্র,
নিজ হাতে সাজানো খেলাঘরে
                         আমি যে অতিথী মাত্র।


স্নেহের আদর যত্ন সম্মান মর্যাদা
                    শ্রদ্ধা ভক্তির গৌরব মহিমা,
শিক্ষক গুরুজনের মহত্ব উদারতা
                 ভুল ভ্রান্তি যত পেয়েছি ক্ষমা।


পাপী অপরাধীর বিচারক প্রভু
                    অজ্ঞানী কভু রাখেনি স্বরণ,
পুরস্কারের প্রতিদান আমলনামা
                        খেলাঘরে রচিত জীবন।