কেউ জানেনা কখন কার কি যে হয়
কখন আসে দুঃসময় কখন সুসময়
কামনা বাসনা রহস্য অজানা
সত্য গোপনে খুঁজে মিথ্যায় আশ্রয়


কখন হাসি খুশির আনন্দে সুখ
কখন দুঃখ ব্যথায় ঝরে দুই চোখ
কখন আপন প্রিয় বুকের ভিতর
কখন আপন মানুষ হয়ে যায় পর
জীবনতো বদলায় না
শুধু বদলে যায় সময়


কখন পাওয়ার লোভে শক্তি সাহস
কখন হারানো ভয় প্রেমের পরশ
কখন যোগ্য বলে মানুষ সফল
কখন শত্রু মিত্র কখন দুর্বল
ভাঙ্গা গড়ার মাঝে
খুঁজে জয় পরাজয়


কখন ভালোর প্রকাশ মানুষের বিশ্বাস
কখন মন্দ স্বভাব ঘটায় সর্বনাশ
কখন স্বার্থ বুঝে হিসাব খুঁজে লাভে
কখন জানি একা কাঁদে নিরবে
চালাক নাকি বোকা
করে নিঁখুত অভিনয়


কখন আসে বিপদ লোকের হাততালি
কখন উপকারে নিজেকে দেয় বলি
কখন জ্ঞানের অভাব কঠিন ধৈর্য্যধারণ
কখন পেরেশান চিন্তায় অস্থির মন
কর্মকান্ড ক্রোধে
ছল চাতুরি ভয়


কখন সাধু সন্যাস সাজিল দরবেশ
কখন মুখোশধারী ধরে ছদ্মবেশ
কখন বিবেক বোধে আদর্শ চরিত্র
কখন জীবন নষ্ট কখন অপবিত্র
নীতি কথা যত
টুটুলের সংশয়