আর কত ঘুমাবি? ও রে খোকন সোনা,
জেগে উঠ আঁখি খোলে সকাল এখনা।
পাখির মিষ্টি কলরবে মুখোরিত ভূবন,
ফুলের সুভাষ বাতায়নে ছড়াল কখন!


এখনো তোর ভাঙ্গেনি নিদ? শয্যা ত্যাগে,
কোন সে স্বপ্নে বিভোর? আনন্দ উপভোগে।
পূর্ব দিগন্তে উদিত হেলাল রৌদ্র ঝলমল,
দিনের আরম্ভ সেই কখন থেকে শুরু হল!


এখনো তুই কেন? কোমল বিছানায় শয়ণ,
ভোরের কুয়াশা শিঁশির কণায় সূর্য্যিকিরণ।
দেখ চেয়ে নয়ন পাতে মুক্তার দানা ঝরে,
লুটে পুটে নিচ্ছে জগতে কারা দুহাত ভরে।


ওরে অবোধ শিশু, ওরে দিশাহীন বালক,
আর কত বয়সে হবিরে তুই বিচক্ষণ যুবক?
সত্য ন্যায়ের শান্তি রক্ষায় অতন্দ্র প্রহরী,
দেশ জাতির বন্দি দশায় মুক্তির কান্ডারী।


ওরে দৃষ্টি দে তুই মায়ের নিস্পাপ বদনে,
বোনের আর্তনাদে রোদন শুনে নে কর্ণে।
পিতার আহাজারি সন্তানের লাশ কাঁধে,
ভাই ডাকছে তোকে কঠিন সংকট বিপদে।