যাকে মেরে দাফন করে দিয়েছিস
     তাকে আর কি প্রয়োজন
কল করে খোজ খবর নেয়ার মত
      সম্পর্ক আর নেই এখন


আমি শুধু করেছি ক্ষতি এই ধারণা
     অটল বিশ্বাস তোর অন্তরে
জীবন দিয়ে প্রমান করতে পারবনা
      বেঁধে রাখতে আপন করে


জগতে তুই হলি চরিত্রবান মহাপুরুষ
       আমি নিকৃষ্ট জন্তু জানোয়ার
নিন্দা ঘৃণার জগন্য অপমান সইতে
       ধৈর্য্য শক্তি আর নেই আমার


বিধির লীলায় এই অভাগীর কপালে
      কলঙ্কের কালি তিলক চন্দন
কাঁদব একা সারাজীবন অনুশোচনায়
      চাইবনা তবুও তোর দরশন


পৃথিবীতে আর নাম ধরে ডাকার জন্য
       অভিশপ্ত এই জীবনের গতি
অহেতুক চিন্তা ভাবনার শাসন বারনে
       করবে আর তোর কোন ক্ষতি


চেয়েছিলি যা পাবি তুই নিশ্চয় এবার
       আমি যদি নেই চির বিদায়
অকারনে মিছে ভাবছিস বুজি কি তুই
       দিন কাটাবো তোর অপেক্ষায়


নিত্য ইবাদতে করি এই মোনাজাত
      কোনদিন যেন না হয় দেখা
ক্ষনিকের তরে পরিচয় দুজনার মাঝে
      বন্ধু হতে গিয়ে শত্রু লেখা