পৃথিবীটা আজ ক্ষুধার রাজ্য
চারিদিকে ক্ষুধার্তের আর্তনাদ,
যাই পাবে মানুষ তাই খাবে
হাড় মাংস রক্ত যাবে না বাদ।


উদর ভরে পঁচা বাসি তরতাজা
পোলাও বিরিয়ানী কত রকম,
জিবের জলে মুখে তোলে নিতে
ভাবে কি কভু হয় যদি বদ হজম।


পাতিলে রান্না স্বাধের তরকারী
হোক না অতি প্রিয় সুস্বাদু খাবার,
কার প্লেটে মাছের মাথা সাজানো
অতৃপ্ত ক্ষুধা বুকে অন্য পিয়ালার।


নয়ন দৃষ্টিতে জ্বলে অশান্তির অনল
অভাব অনটনে ভিক্ষকুরে জীবন,
অনাহারে অর্ধাহারে অল্প যোগান
খালি পেটে ক্ষুধার্ত ঘুরে বিশ্ব ভূবন।


অসহায় কাঙ্গালের আহার গ্রাসে
শক্তির দাপটে লুটতরাজ চালায়,
দানিল যে মহান গরীব দুঃখী তরে
প্রাপ্তির সন্তুষ্টি চিত্ত লোভের আশায়


রাজার তীব্র ক্ষুধা প্রজাদের আহার
চুরি করে উদর পূর্ণ সাজিল কাঙ্গাল,
চাই পাই খাই দিল দল বেধে হানা
মানবতা ভুলে ন্যায় নীতির আকাল।